চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার সৈকতে জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৪ | ১১:১৯ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে জেট স্কি দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় সৈকতের সিগাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আল মামুন। তিনি বরিশালের উজিরপুরের বাসিন্দা।

সি-সেইফ লাইফ গার্ডের ইনচার্জ সিফাত উল্লাহ সিফাত জানান, সৈকতে জেট স্কি চালানোর সময় মামুন হঠাৎ করে পানিতে পড়ে যান। জেট স্কির চালক তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে লাইফ গার্ডরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পর্যটক মামুন শুক্রবার তার পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনার সময় তিনি জেট স্কি চালানোর মৌলিক নিয়ম না জানার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, সমুদ্রে জেট স্কি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জেট স্কি চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট