চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭টি ঘর পুড়ে গেছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ‘বিকেল সাড়ে ৫টায় ফিরিঙ্গিবাজার এলাকায় একটি বস্তিতে আগুনের খবর পেয়েছি। আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নির্বাপনের পরে বিস্তারিত জানানো হবে।’
এ ঘটনার পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, “কর্ণফুলি নদীর পাড়ে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে আমরা ৬টি ইউনিট দ্রুত সেখানে মুভ করি। তবে তাৎক্ষণিক উপস্থিত হওয়ায় আগুনের ব্যাপকতা খুব একটা বেশি ছিল না। সেজন্য ৩টি ইউনিট দিয়ে আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে এতে হতাহতের কোনে ঘটনা ঘটেনি।”
তিনি বলেন, “আগুনে ওই কলোনির ১৭টি ঘর পুড়ে গেছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে আমরা সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।”
পূর্বকোণ/পিআর/পারভেজ