চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ট্রাম্পের প্রচার কাজে প্রতিদিন ভোটারদের ১০ লাখ ডলার দেবেন মাস্ক

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক তার ট্রাম্প-সমর্থক রাজনৈতিক কার্যক্রম কমিটি ‘আমেরিকা প্যাক’ এর মাধ্যমে আগামী ৫ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত পেনসিলভেইনিয়া রাজ্যে প্রতিদিন একজন করে নিবন্ধিত ভোটারকে ১০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

আমেরিকা প্যাকের সংবিধানপন্থী একটি পিটিশন যারা সই করবে, তাদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে একজনকে বাছাই করে এই অর্থ পুরস্কার দেওয়া হবে।

 

পিটিশনটিতে বলা হয়েছে, “সংবিধানের প্রথম এবং দ্বিতীয় সংশোধনীতে বাক স্বাধীনতা এবং অস্ত্র বহনের অধিকার নিশ্চিত করা হয়েছে। নিচে সই করে আমি প্রথম ও দ্বিতীয় সংশোধনীতে আমার সমর্থন নিশ্চিত করছি।”

 

পিটিশনে যে কেবল রিপাবলিকানরাই সই করবে তা নয়, পেনসিলভেইনিয়ার যে কোনও নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটারও পিটিশনে সই করতে পারবে।

 

মাস্ক শনিবার রাতে পেনসিলভেইনিয়ার এক টাউন হল প্রচার অনুষ্ঠানে প্রথম বিজয়ীর হাতে লটারি-ধাঁচের চেক তুলে দিয়ে এই কর্মসূচি এরই মধ্যে শুরু করেছেন।

 

বিবিসি জানায়, এই উদ্যোগের ফলে ট্রাম্পকে ভোট দেওয়ার সম্ভাবনা আছে এমন ভোটাররা নির্বাচনের শেষ দিন গুলোতে প্রচারে সামিল হতে উৎসাহিত হবে।

 

সম্প্রতি কয়েকবছরে ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক হয়ে ওঠা ইলন মাস্ক গত জুলাইয়ে ‘আমেরিকা প্যাক’ কার্যক্রম শুরু করেন। ট্রাম্পের নির্বাচনি প্রচারকে সমর্থন দিতেই এই কার্যক্রম শুরু করেন তিনি।

 

এ পর্যন্ত তিনি আমেরিকা প্যাক কার্যক্রমে সাড়ে ৭ কোটি ডলার দান করেছেন। ট্রাম্পের নির্বাচনি প্রচারে মাস্কের এই কমিটি কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছে।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন