চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় অবৈধ চরঘেরা জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

২০ অক্টোবর, ২০২৪ | ৬:৩২ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ৬টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার মুরালিঘাট হতে চাঁনখালি খালে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক। এসময় উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরে কর্মচারীবৃন্দ।

অভিযানে ৬টি অবৈধ চরঘেরা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে অবৈধ জালসমূহ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: রাশিদুল হক বলেন, মা-ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অফিসের অভিযান অব্যহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট