বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে, পচা-বাসি খাবার পরিবেশন ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২০অক্টোবর) দুপুর ১ টার দিকে বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন স্থানীয় গুনাগরি বাজারে এই অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জসীমউদ্দীন বলেন, কাচা সবজির দাম সহনীয় পর্যায়ে রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন করার জন্য সকল ব্যবসায়ীকে পরামর্শ প্রদান করা হয়। এসময় মূল্য তালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের অধিক মুল্যে পণ্য বিক্রয়ের দায়ে ৫ জন ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ১০ হাজার টাকা এবং লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল-রেস্তোরাঁ পরিচালনার দায়ে সংশ্লিষ্ট আইনের ধারায় ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দল উপস্থিত ছিলেন । তিনি জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
পূর্বকোণ/পারভেজ