মানুষের মাঝে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত বিভিন্ন সেক্টরে সংস্কার চলমান থাকবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (২০ অক্টোবর) সকালে বান্দরবান জেলা মডেল মসজিদ ও কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, পরিবর্তীত পরিস্থিতির পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার চালাচ্ছে। মানুষের মাঝে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত এই সংস্কার কাজ চলমান থাকবে।
এছাড়ও বান্দরবানে পর্যটকদের ওপর চলমান নিষেধাজ্ঞা ও বর্তমান পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। এবং পার্বত্য অঞ্চলের জাতি গোষ্ঠীর মাঝে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার, বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে ধর্ম উপদেষ্টা শহরের স্টেডিয়াম এলাকা, নিউ গুলশান, মেঘলা ও রেইছা এলাকা লম্বা ঘোনার মডেল মসজিদ পরিদর্শন করেন।
পূর্বকোণ/ইব