চট্টগ্রাম শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৪ | ৩:২৪ অপরাহ্ণ

সরকারি চাকরিতে আউটসোর্সিং প্রথা বাতিল করে চাকরি স্থায়ী করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি বিভিন্ন দফতরে আউটসোর্সিং কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে শাহবাগের মূল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

‘আউটসোর্সিং বৈষম্যবিরোধী আন্দোলন’ ব্যানারে আন্দোলন করা ব্যক্তিদের দাবি, সব ধরনের চাকরিতে আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। অবিলম্বে সব আউটসোর্সিং কর্মীদের চাকরি স্থায়ী করতে হবে। না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মহিলা বিষয়ক অধিদফতরের আউটসোর্সিং কর্মচারী রাহেল রায়হান বলেন, ‘আমাদের দৈনিক হাজিরা ভিত্তিক বেতন দেওয়া হয়। চাকরিটা অস্থায়ী হওয়ায় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় আমাদের। কোনোকিছু হলেই চাকরিচ্যুত করা হয়। আমরা চাকরির নিশ্চয়তা চাই, চাকরি স্থায়ী চাই। এই আউটসোর্সিং একটি বৈষম্যমূলক প্রথা। আমরা এই প্রথার বাতিল চাই।’

শাহবাগ অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মচারী জাহানারা বেগম বলেন, ‘আজ সারা দিন আমাদের দাবি আদায়ে কর্মসূচি চলবে। দাবি মেনে নেওয়া না হলে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো। আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদের চাকরি স্থায়ী করলেই আমরা ঘরে ফিরবো।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (রমনা বিভাগ) মো. মিজানুর রহমান বলেন, ‘শাহবাগ একটি গুরুত্বপূর্ণ মোড়। এখানে অবরোধ করলে আশপাশের আরও কয়েকটি রাস্তার ওপরে চাপ সৃষ্টি হয়। আমরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যাওয়া অনুরোধ করছি। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা চেষ্টা করে যাচ্ছে।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট