চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মিরসরাইয়ে ৬০ কেজি জাটকা জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৪ | ৬:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় দুই মাছ বিক্রেতাকেও আটক করা হয়। পরে দু’জনকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা হতে ১১ টা পর্যন্ত উপজেলার করেরহাট, বড়তাকিয়া, মিঠাছরা ও আবু তোরাব বাজারে এসব মাছ জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ। তিনি জানান, অভিযানে মিঠাছরা বাজার থেকে ৬০ কেজি জাটকা (ছোট ইলিশ) মাছসহ ২ মাছ বিক্রেতাকে আটক করা হয়। পরে দু’জনকে সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।

 

তিনি আরও জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ। তবুও সরকারি আদেশ উপেক্ষা করে মিঠাছড়া বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রয়কারীদের এ ব্যাপারে সতর্ক করা হয়।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট