চট্টগ্রামের বাঁশখালীতে তীর-ধনুক খেলতে গিয়ে সাইদুল কবির (১২) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষার্থী উপজেলার ৭ নম্বর সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পাইরাং এলাকার আজিজুর রহমানের ছেলে। সে পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পরিবারসূত্রে জানা যায়, বুধবার বিকেলে বন্ধুদের সাথে বাঁশের কঞ্চির তীর-ধনুক বানিয়ে খেলা করার মুহূর্তে একটি তীর এসে সাইদুলের বুকে বিদ্ধ হয়। এতে সাইদুল মাটিতে পড়ে যায়। রক্তক্ষরণ বেশি হলে পরিবারের সদস্যরা তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সাইদুলের মৃত্যু হয়।
সরল ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ বলেন, বন্ধুদের সাথে বাঁশের কঞ্চি দিয়ে তীর-ধনুক বানিয়ে খেলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তীর-ধনুক নিয়ে খেলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/পিআর