চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২৪ | ৪:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোয় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।

 

তিনি বলেন, বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে কানুনগোপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় ৪ জন ব্যবসায়ীকে ৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

তিনি আরও বলেন, ওই ব্যবসায়ীরা তালিকায় পিঁয়াজের মূল্য ১০০ টাকা লিখলেও ক্রেতাদের কাছ থেকে দাম নিচ্ছিলেন ১১০-১১৫ টাকা। এছাড়া ডিমেরও বাড়তি দাম নেওয়া হচ্ছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট