চট্টগ্রামের নগরীতে অভিযান পরিচালনা করেছে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি নিয়ে গঠিত টাস্কফোর্স কমিটি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) নগরীর ২ নম্বর গেট এলাকার কর্ণফুলী মার্কেট বিশেষ টাস্কফোর্স কমিটি অভিযানে কৃষি বিপণন লাইসেন্স না থাকায় একটি ডিমের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ করা, পণ্যের উপর মূল্য লিখা না থাকার অপরাধে খুলিলুর রহমানের মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার তদারকি করা হচ্ছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে কিভাবে দ্রব্যমূল্য নিযন্ত্রণ করা যায়। অভিযানে শিক্ষার্থী প্রতিনিধি, ভোক্তাধিকার, কৃষি বিপনন, টাস্কফোর্স কমিটির সকল প্রতিনিধিরা হয়েছে।
অভিযানকালে মূল্য তালিকা থেকে অধিক মূল্য রাখা, লাইসেন্স না রাখা ও মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারে ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখা, ট্রেড লাইসেন্স ব্যতীত পণ্য সরবরাহ /বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। যথাযথ ভাবে মেনে না চললে প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ