নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, পাসের হারে সবচেয়ে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাস করেছে ৯৩.৪০ শতাংশ শিক্ষার্থী। গতবছর যা ছিল ৯০.৭৫ শতাংশ। সে হিসেবে এ বছর আলিম পরীক্ষায় পাসের হার বেড়েছে ২.৬৫ শতাংশ। আর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সববোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এসব তথ্য জানা গেছে।
সেখানে দেখা যায়, আলিম পরীক্ষায় মোট ৮৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ৯০৯ জন। ৪৬ হাজার ৪৩৩ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৪২ হাজার ৭৯৩ জন। পাসের হার ৯২. ১৬। অন্যদিকে, ৩৯ হাজার ১২৫ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ১১৬ জন। পাসের হার ৯৪.৮৭।
চলতি বছর মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৯৬১৩ জন। এদের মধ্যে জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৭৫৩ জন এবং ছাত্রের সংখ্যা ৪ হাজার ৭০৮ জন।
পূর্বকোণ/মাহমুদ