চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘ভোটার লিস্ট হালনাগাদ করে, ইসিকে সাজিয়ে সুষ্ঠু-সুন্দর নির্বাচন দেবো’

অনলাইন ডেস্ক

১৪ অক্টোবর, ২০২৪ | ৬:৫৮ অপরাহ্ণ

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘কতিপয় দুর্বৃত্ত বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। এদের কোনও ধর্ম নেই, সংখ্যাও নগণ্য। আমাদের মধ্যেই এরা ঘাপটি মেরে বসে আছে। এদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে।’

 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বৌদ্ধ ধর্মীয় ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

নির্বাচন সম্পর্কে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ‘শাসন করতে আসিনি, আগামী দিনে যারা শাসন করবে তাদের পথ খুলে দিতে এসেছি। জনগণ যাতে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তার ব্যবস্থা আমরা করবো। এতদিন ভোটের কালচারটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমরা ভোটার লিস্ট হালনাগাদ করে, নির্বাচন কমিশনকে সাজিয়ে একটা সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন দেবো।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশ আবহমান কাল ধরে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই একসঙ্গে পড়ালেখা, চাকরি ও ব্যবসা-বাণিজ্য এমনকি রাজনীতিও করি। এ ছাড়াও ধর্ম অনুশীলন বা চর্চার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত।’

আ ফ ম খালিদ বলেন, ‘সংঘাত, হিংসা-বিদ্বেষ ও পরশ্রীকাতরতা মানুষকে মহৎ করে না বরং ছোট করে। তাই আসুন, একে অপরের হাত ধরে বৈষম্যহীন ও স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।’

 

এ ছাড়াও প্রবারণা পূর্ণিমায় সরকারি ছুটির বিষয়ে বৌদ্ধ নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে বৌদ্ধ সমিতির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে দাবি উত্থাপন করলে এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া প্রমুখ।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট