চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় বন্যহাতি আহত

লোহাগাড়া সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৪ | ৩:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নে রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হয়েছে একটি বন্যহাতি। রবিবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চুনতি অভয়ারণ্য অফিস সংলগ্ন ওভারপাসের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেনটি হুইসেল দিয়ে চুনতির বন্যহাতি চলাচলের জন্য নির্মিত ওভারপাস অতিক্রম করছিল। এ সময় একটি বন্যহাতির পাল ওভারপাসের উত্তর পাশে রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি গতি কমিয়ে দেয়। গতি কম থাকায় সব হাতি পার হতে পারলেও রেললাইনে থেকে যায় একটি হাতি। হাতিটি ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।

 

চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন দৈনিক পূর্বকোণকে বলেন, ছয়টি হাতির একটি দল রবিবার রাতে অভয়ারণ্য এলাকায় বিচরণ করছিল। এ সময় অপ্রাপ্তবয়স্ক একটি স্ত্রী হাতি দল থেকে আলাদা হয়ে যায়। দোহাজারী-কক্সবাজার রেললাইনে কক্সবাজার থেকে ছেড়ে আসা স্পেশাল ট্রেন হাতিটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে হাতিটি গুরুতর আহত হয়। ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসক এনে আহত বন্যহাতিকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট