চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে প্রতিমা বিসর্জনে শেষ হল ৫ দিনের দুর্গোৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৪ | ৯:২১ অপরাহ্ণ

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হল সনাতনী সম্প্রদায়ের ৫ দিনব্যাপী দুর্গোৎসব।  আজ রবিবার বিকেলে খাগড়াছড়ি সদরে ছয়টি পূজা মন্ডপের প্রতিমাগুলো একসাথে  বিসর্জন দেয়া হয়। 

 

বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। সুন্দর ও সুষ্ঠুভাবে এবারের বিসর্জন সম্পন্ন হওয়ায় তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এসময় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ  সম্পাদক এম এন আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন,  লক্ষ্মী নারায়ণ মন্দিরের সভাপতি  নির্মল দেবসহ  বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট