চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মুলতান টেস্ট: রুট-ব্রুকের ডাবল সেঞ্চুরিতে ভাঙলো ৪০ বছরের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর, ২০২৪ | ১:৪৪ অপরাহ্ণ

মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ গড়েও স্বস্তিতে নেই পাকিস্তান। ৩ উইকেটেই ওই সংগ্রহ পার করে এখন বড় লিডের পথে ইংল্যান্ড।

 

চতুর্থ দিনের প্রথম সেশনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তাদের রান ৩ উইকেটে ৬৫৮, লিড ১০২ রানের। প্রথম সেশনে রান উঠেছে ২৯ ওভারে ১৬৬।

 

চতুর্থ উইকেটে জো রুট আর হ্যারি ব্রুক এরইমধ্যে ৪০০ রানের জুটি গড়ে ফেলেছেন। দু’জনই করেছেন ডাবল সেঞ্চুরি। রুট ২৫৯ আর ব্রুক ২১৮ রানে অপরাজিত আছেন।

 

ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে এক ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরির সর্বশেষ ঘটনা ৪০ বছর আগের। ১৯৮৫ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে জোড়া ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গ্রায়েম ফয়লার এবং মাইক গেটিং। রুট-ব্রুক সেই রেকর্ড ভাঙলেন।

 

রুটের টেস্ট ক্যারিয়ারে এটি ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে কেবল ওয়ালি হ্যামন্ডের।

 

২৫ বছর বয়সী হ্যারি ব্রুক এরইমধ্যে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফেলেছেন। সবশেষ তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১৮৬ রানের।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন