চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

কক্সবাজারে নিরাপত্তা জোরদার, পূজায় ২ লক্ষাধিক পর্যটক আগমনের সম্ভাবনা

কক্সবাজার সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২৪ | ১০:৩৩ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে সৈকত এলাকায় অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে। আগামী শারদীয় দুর্গাপূজায় বড় সংখ্যক পর্যটকের আগমনের প্রেক্ষাপটে এই অভিযান চালানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আবুল কালাম জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সৈকত এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, “আগামী শারদীয় দুর্গাপূজায় কক্সবাজারে ২-৩ লক্ষ পর্যটকের আগমনের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় পর্যটকগণ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করে ছুটি উদযাপন এবং ঘুরাঘুরি করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, এই ধরনের যৌথ অভিযান সার্বক্ষণিক চলমান থাকবে। কোথাও কোনো নিরাপত্তার ঘাটতি হবে না। পর্যটকদের সেবায় সর্বদা সক্রিয় থাকবে ট্যুরিস্ট পুলিশ।

পূর্বকোণ/এরফান/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট