বোয়ালখালীতে পূজা উপলক্ষে মামার বাড়ি যেতে বারণ করায় অভিমানে অভি দে (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়েছে।
অভি উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ গ্রামের মহাজন বাড়ির সমর দে’র ছেলে।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে অভিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন অভির কাকাতো ভাই বাবুল দে।
তিনি বলেন, অভিকে পূজা উপলক্ষে মামার বাড়িতে যেতে বারণ করেছিল তার মা। এনিয়ে সে অভিমান করে গলা ফাঁস দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.ফারজানা বলেন, অভি নামের এক যুবককে মৃত ঘোষণা করা হয়েছে। সে গলায় ফাঁস দিয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/পূজন/এএইচ