অনলাইন ডেস্ক
৮ অক্টোবর, ২০২৪ | ১১:৩৬ পূর্বাহ্ণ
বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুরের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। তবে তা রাত ১১টায় জানাজানি হয়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বাংলা ট্রিবিউনকে গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনেন। পরে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ওই যুবকের নাম কামাল হোসেন। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া এলাকার ইদু মিয়ার ছেলে।
জানা গেছে, এই ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ ওই যুবকের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, ‘এ ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তবে আমরা এখনও বলতে পারছি না ওই যুবক কেন বা কীভাবে সেখানে গেল। আগামীকাল ১২টায় ময়নাতদন্ত শেষে তার লাশ ফেরত দেওয়া হবে বলে জেনেছি।’
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
যোহর শুরু | ১১ঃ৫১ |
আসর শুরু | ৩ঃ৩৭ |
মাগরিব শুরু | ০৫ঃ২০ |
এশা শুরু | ৬ঃ৩৫ |
আগামীকাল | |
ফজর শুরু | ৫ঃ০৮ |
সুর্যোদয় | ৬ঃ২৮ |
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।