চট্টগ্রাম সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

পাহাড়তলীতে অধিক মূল্যে ডিম বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

৭ অক্টোবর, ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজার এলাকায় অধিক মূল্যে ডিম বিক্রি করাসহ নানা অপরাধে করায় ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৭ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

 

অভিযান সূত্রে জানা যায়, পাহাড়তলী রেলওয়ে বাজারে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় রহমানিয়া দরবার শরীফ ডিমের আড়তকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় আবুল খায়ের স্টোরকে ৪ হাজার, নাসির ট্রেডার্সকে ৪ হাজার টাকা এবং মোতালেব মিয়ার দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট