চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

আবরার ফাহাদের স্মরণে চবি ছাত্রদলের মৌন মিছিল

চবি সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৪ | ৩:৩৯ অপরাহ্ণ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হওয়া বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে মৌন মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

 

সোমবার (৭ অক্টোবর) দুপুরে মিছিলটি ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি আলাউদ্দিন মহশিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

 

আলাউদ্দিন মহশিন বলেন, শহীদ আবরার ফাহাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের জুলাই বিপ্লব। আমাদের জুলাই বিল্পবকে ধরে রাখতে হবে। ছাত্রদলের প্রতিটি ভাইয়ের আচরণ হবে একজন সাধারণ শিক্ষার্থীর মত নম্র-ভদ্র এবং সবার কাছে অনুকরণীয়।

 

সাধারণ সম্পাদক নোমান বলেন, ক্যাম্পাসে সকল দল ও মতের সহাবস্থান নিশ্চিত করতে হবে। এক দলের আধিপত্য কখনও মেনে নেওয়া হবে না। চবি প্রশাসন অতীতের মতো দলকানা ভূমিকা রাখলে তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

 

সমাবেশে বিভিন্ন অনুষদ ও বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট