চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

এস আলম ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর, ২০২৪ | ২:৫৭ অপরাহ্ণ

শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১৩ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (০৭ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাত মিশকাত আহমেদ।  

 

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, দুদক কর্মকর্তা মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

 

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে, অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারে বলে বিশস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট