চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে দুর্যোগ মোকাবেলায় ১৫ লাখ টাকার চেক হস্তান্তর

টেকনাফ সংবাদদাতা

৬ অক্টোবর, ২০২৪ | ৮:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলায় গঠিত তহবিলে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

 

ইউএনডিপি’র অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় এবং গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) কর্তৃক বাস্তবায়নাধীন ডিপিআরআর প্রকল্পের পক্ষ থেকে গঠিত তহবিলে এই চেক হস্তান্তর করা হয়।

 

সোমবার (৬ অক্টোবর) ইউএনডিপি-জিইউকের পক্ষে নীহার দাস ও এটিএম ফেরদৌস টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরীর হাতে এই চেক হস্তান্তর করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার পিআইও মো. হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খোরশেদ আলম, জিইউকের পক্ষ থেকে শফিকুল আলম, মনিটরিং অফিসার হাবিব চৌধুরী প্রমুখ।

 

উক্ত তহবিলের অর্থ দ্বারা টেকনাফ উপজেলায় দুর্যোগকালীন জরুরি ত্রাণ নিশ্চিত করা যাবে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট