চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

হঠাৎ ভেঙে গেল পিকআপের এক্সেল, ফটিকছড়িতে স্কুলছাত্রসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক 

৬ অক্টোবর, ২০২৪ | ২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সবজিবোঝাই পিকআপের চাকা ও এক্সেল ভেঙে স্কুল শিক্ষার্থীসহ ৫ পথচারী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৬ অক্টোবর) সকাল ৯টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জামাল কোরআন গেটের সামনের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. সিয়াম, মো. ইয়াসিন, নেওয়াজ উদ্দিন, মো. বাবু ও মো. রিয়াজ। এদের মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী মো. বাবু ও মো. রিয়াজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই স্কুল শিক্ষার্থী বাইসাইকেল নিয়ে যাওয়ার পথে এবং অন্যরা রাস্তার পাশ দিয়ে দিয়ে হেঁটে যাওয়ার সময় পিকআপটি তাদের ওপরে গিয়ে পড়ে। এতে পাঁচজন আঘাতপ্রাপ্ত হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, সবজিবোঝাই পিকাপের হঠাৎ এক্সেল ভেঙে এ ঘটনা ঘটেছে। গাড়িটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট