চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ইতিহাস গড়তে মেসির মায়ামির প্রয়োজন ২ পয়েন্ট

স্পোর্টস ডেস্ক

৬ অক্টোবর, ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ

দারুণ এক সময় পাড় করছে ইন্টার মায়মি। মেজর লিগ সকারে একের পর এক রেকর্ড করেই যাচ্ছে। এখন হাতছানি দিচ্ছে নতুন আরেক রেকর্ড।

 

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষ হতে আর একটি ম্যাচ বাকি আছে। এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এই এক ম্যাচ থেকে লিওনেল মেসির মায়ামির প্রয়োজন ২ পয়েন্ট। যার মানে, রেকর্ড ছুঁতে ম্যাচটি জিততেই হবে। ম্যাচটি জিতলে ৩ পয়েন্ট পেয়ে কোনো ভাগাভাগি ছাড়াই রেকর্ডটি নিজেদের করে নেবে মায়ামি।

 

আজ (৬ অক্টোবর) টরন্টো এফসির মাঠ থেকে জিতে এসেছে ১-০ গোলে। এই জয়ে মায়ামির পয়েন্ট হয়েছে ৩৩ ম্যাচে ৭১। ৭৩ পয়েন্ট নিয়ে এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ড দলের, যেটা তারা গড়েছিল ২০২১ সালে।

 

মায়ামি রেকর্ডের হাতছানির ম্যাচটি নিজেদের মাঠে ১৯ অক্টোবর খেলবে সেই নিউ ইংল্যান্ড দলের বিপক্ষেই।

 

আজকের জয়ের ম্যাচে মেসির অবদান অবশ্য ছিলোনা। শুরুর একাদশেও ছিলোনা মেসি। একমাত্র গোলটি হয়েছিলো যোগ করা সময়ে। লুইস সুয়ারেজের এসিস্ট থেকে একমাত্র গোলটি করেন কাম্পানা।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট