চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বিপিএল: চট্টগ্রামের প্রধান কোচ হয়ে খুশি শন টেইট

স্পোর্টস ডেস্ক

৫ অক্টোবর, ২০২৪ | ৮:১৮ অপরাহ্ণ

চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ফলে এখন থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যস্ত সময় পার করছে। নতুন নতুন খেলোয়াড় কিংবা কোচিং স্টাফ দলে ভেড়াচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় চিটাগাং কিংসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন শন টেইট। 

 

পুরোনো ডেরায় ফিরতে পেরে দারুণ খুশি শন টেইট। অবশ্য খুশি হওয়ারও কারণ রয়েছে, ২০১৩ সালে চট্টগ্রামের হয়ে খেলেছিলেন তিনি। এবার ফিরলেন প্রধান কোচের গুরুদায়িত্ব নিয়ে।

 

আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে। বিসিবি বিপিএলের ড্রাফট ও আসর শুরুর সময় নির্ধারণ করে দেয়। এবারের আসরে তিনটি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট