চট্টগ্রাম শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

নিবিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্যের

খাগড়াছড়ি সংবাদদাতা

৫ অক্টোবর, ২০২৪ | ৮:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়িতে সকল মন্দিরে যথাযথ মর্যাদায় নিবিঘ্নে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

 

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরে আয়োজিত জেলার সকল মঠ-মন্দির ও সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা দিবেন না। আপনাদের পূজা যাতে নিবিঘ্নে সম্পন্ন হয়ে সেজন্য সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসন তৎপর রয়েছে। প্রশাসনের পাশাপাশি আমাদের নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে নিরাপত্তা দিবে। কেউ যদি পূজা উদযাপনে বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চাকমা, জেলা সাধারণ সম্পাদক এমএন আফসার, জেলা বিএনপির নেতা মোশারফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার।

 

পূর্বকোণ/জহুর/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট