চট্টগ্রাম শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

মূল্যতালিকা প্রদর্শন না করে জরিমানা গুনল চট্টগ্রামের ৬ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক 

৫ অক্টোবর, ২০২৪ | ৬:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার জরিমানা করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) কর্ণফুলী মার্কেটে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন সুলতানা।

তিনি জানান, কর্ণফুলী মার্কেটে ডিম, মুরগি, মুদিসামগ্রী দোকানগুলোতে তদারকি করা হয়েছে। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করাসহ নানা অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত বাজার তদারকি করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয় ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন না করাসহ নানান অভিযোগে ব্যবসায়ীদের জরিমানার পাশাপাশি সতর্ক করে যাচ্ছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এতেও ব্যবসায়ীদের মধ্যে পরিবর্তন আনতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট