চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

হাটহাজারীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

৩ অক্টোবর, ২০২৪ | ৯:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে সাড়ে চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মোজাফফরপুর এলাকার আবদুল শাহআজিজের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত শিশুর নাম আব্দুল্লাহ। সে চাঁপাইনবাবগঞ্জ এলাকার নির্মাণশ্রমিক মোহাম্মদ রনির একমাত্র ছেলে। রনি গত দুই তিনমাস আগে উক্ত এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে।

 

নিহত আব্দুল্লাহর পিতা মোহাম্মদ রনি জানান, উত্তর মোজাফফরপুর এলাকার পারভেজ গত এক থেকে দেড় বছর আগে একটি নির্মাণাধীন দ্বিতল ভবনের কাজ শুরু করে। ভবনের সামনে একটি সেফটিক ট্যাংকর এক বছর আগে করলেও ট্যাংকটির কাজ শেষ না করায় ট্যাংকটির উপর খোলা থাকায় ট্যাংকটির ভিতর পুকুরের মতো পানি জমে ছিল। শিশু আব্দুল্লাহ সবার অগোচরে ঘর থেকে বের হয়ে ট্যাংকটির ভিতর জমে থাকা পানিতে পড়ে যায়। একপর্যায়ে সেপটিক ট্যাংকের পানিতে আব্দুল্লাহর ভাসমান লাশ দেখে চিৎকার শুরু করেন তার মা। পরে বাড়ির লোকজন সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

 

মোহাম্মদ রনি ছেলে আব্দুল্লাহকে হারিয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, হাটহাজারী থেকে চাপাই নবাবগঞ্জে মরদহ নিতে প্রায় ৩৫ হাজার টাকা খরচ পড়বে,আমি এত টাকা কোথায় পাবো?

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করব।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট