চট্টগ্রাম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির প্রতিনিধিদল
ফাইল ছবি

মাঠে নেমেছে বিএনপির তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃত্ব

মোহাম্মদ আলী

১ অক্টোবর, ২০২৪ | ১১:০৩ পূর্বাহ্ণ

দলের মধ্যে শৃঙ্খলা ফেরানো এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সৎ ও মেধাবী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে নতুন করে মাঠে নেমেছে বিএনপির তিন অঙ্গসংগঠন। গত ২৮ সেপ্টেম্বর থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে যৌথ টিম চট্টগ্রামসহ সারাদেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন।

 

ইতোমধ্যে যৌথ সাংগঠনিক টিম চট্টগ্রামে কর্মীসভা করেছেন। আজ পহেলা অক্টোবর তারা লিফলেট বিতরণ করবেন। বিএনপি সূত্র জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু কিছু নেতাকর্মী দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে পড়েন। তাতে দলের হাই কমান্ড অনেকটা বিব্রত অবস্থায় পড়েন। এ নিয়ে দলে শৃঙ্খলা ফেরাতে তারা সাংগঠনিকভাবে কঠোর অবস্থানে যান। বিভিন্ন জেলায় কমিটি বিলুপ্ত ঘোষণা এবং শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অনেককে বহিষ্কারও করেন। তাছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুস্থ ধারার রাজনীতি চর্চা ও দলের মধ্যে শৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছেন দলের নেতারা।

 

মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ দৈনিক পূর্বকোণকে বলেন, ‘যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে তিনটি যৌথ টিম সারাদেশে গত ২৮ সেপ্টেম্বর থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে। ওইদিনই নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার উদ্যোগে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা করে। বর্তমানে চট্টগ্রাম বিভাগে সাংগঠনিক টিমে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু রাফসান মোহাম্মদ ইয়াহিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ। এ সাংগঠনিক টিমের সদস্যরা আজ পহেলা অক্টোবর চট্টগ্রামের কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ করবেন।’

 

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন দৈনিক পূর্বকোণকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িয়ে না পড়েন সেজন্য মাঠে নেমেছে দলটির তিন অঙ্গ-সহযোগী সংগঠন। হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মীসভা করা হচ্ছে। একইসঙ্গে দলীয় প্রতীক ধানের শীষের প্রচার-প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।’ নুরুল ইসলাম নয়ন বলেন, ‘দেশের পট পরিবর্তন পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও দখলবাজির অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। তাতে বিব্রত বিএনপি হাইকমান্ড। এরই প্রেক্ষাপটে বহিষ্কারও হন কয়েকশ নেতাকর্মী। প্রথম থেকেই দুর্নীতি, লুটপাট, দখল ও নির্যাতন-নিপীড়নের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বার্তা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের জানমালের নিরাপত্তা ও দলীয়শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানও নেন তিনি। আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের আরও বেশি সতর্ক রাখা ও জবাবদিহির আওতায় আনতে এই সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে।’

 

এদিকে আজ পহেলা অক্টোবর থেকে চট্টগ্রাম জেলায় দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করবেন তিন সংগঠনের শীর্ষ নেতারা। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও যৌথ কর্মীসভা ও লিফলেট বিতরণ করবে ৩ সংগঠন। আজ তারা ফেনী যাবেন। সেখানে দুইদিন অবস্থান করে পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলায়ও সাংগঠনিক তৎপরতা চালাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট