চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

পিপল অব ট্রাস্ট ফাউন্ডেশনের কার্যকরী সভা

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটিতে ‘একে অন্যের হাত ধরি, সবাই মিলে সুন্দর সমাজ গড়ি’এই স্লোগানকে সামনে রেখে পিপল অব ট্রাস্ট ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও ১ম কার্যকরী সভা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় সংগঠনটির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইমন খান, নিশাদ, নাহিদ, ইমরানুল হক, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য রবিন, সোহেল, ইমরান, এ কে আজাদ, সুরুজ, মো. রাকিব, রানা, মোহাম্মদ সবুর, নবী হোসেন বাবু, সোহেল রানা বাবু, মান্না, তারেক, সজীব স্বপন, মো. ইয়াছিন এবং আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন হোসাইন।

 

এই সংগঠের মূল লক্ষ্য সকল শ্রেণির মানুষকে সহযোগিতা করা। বিশেষ করে গরীব ও অস্বচ্ছল মানুষের চিকিৎসার জন্য অর্থ, স্বেচ্ছায় রক্তদান ও ত্রাণ কার্যক্রম ইত্যাদি। সমাজে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের পাশে থাকা। অর্থের অভাবে ঝড়ে পড়া স্কুল শিক্ষার্থীদের জন্য পুনঃরায় শিক্ষার ব্যবস্থা করা। স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সুন্দর শক্তিশালী যুব সমাজ প্রতিষ্ঠা করা।

 

সভায় খুলশী থানাধীন আশেপাশের এলাকাগুলোতে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, মাদকের বিরুদ্ধে সোচ্চার, পরিবেশ রক্ষা, পথশিশুদের উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুর রব ছাহেব।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট