চট্টগ্রাম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ হত্যায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ণ

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মহাসচিবের উদ্বেগের বিষয়টি জানিয়েছেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

বিবৃতিতে স্টিফেন ডুজারিক জানিয়েছেন, লেবাননে হিজবুল্লাহ নেতাকে হত্যায় মধ্যপ্রাচ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন গুতেরেস।

 

মুখপাত্র আরও বলেছেন, গুতেরেস এই সহিংসতার চক্র এখনই বন্ধের আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বৈরুতের নাটকীয় ঘটনায় মহাসচিব উদ্বিগ্ন। সীমান্তের সব পক্ষকে লড়াই থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। লেবাননের মানুষ, ইসরায়েলের মানুষ এবং এই অঞ্চলের বৃহত্তর জনগণ সর্বাত্মক যুদ্ধের সামর্থ্য রাখে না বলেও জানিয়েছেন গুতেরেস।

 

এছাড়া মহাসচিব গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং সেখানে আটক সব বন্দী মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বলেও জানান মুখপাত্র স্টিফেন ডুজারিক।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট