চট্টগ্রাম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব হার্ট দিবসে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নানা কর্মসূচি

বিজ্ঞপ্তি

২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:১৬ অপরাহ্ণ

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস। এই উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ওইদিন সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চট্টগ্রাম ডিসি হিল প্রাঙ্গণে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা, ১০টা থেকে ১টা পর্যন্ত চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের কার্যালয়ে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ফ্রি হার্ট চিকিৎসা প্রদান এবং বিকাল ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন- চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন- অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। এতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, ডোনার সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট