চট্টগ্রাম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৫৩ পূর্বাহ্ণ

আজ ২৮ সেপ্টেম্বর ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো সারাদেশে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন, সকল প্রতিবন্ধকতা নিরসন।’ ২০০৭ সাল থেকে বাংলাদেশসহ এশিয়ার ১২টি দেশে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়।

 

জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে এ দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি সারাদেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হবে। সকালে বিআইটিআইডিতে দিবস উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে র‌্যালি বের করা হবে। অন্যদিকে, পোষা প্রাণীকে বিনামূল্যে টিকা দেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। এছাড়া, ৩০ জন পোষা প্রাণীর মালিককে নিয়ে আয়োজন করা হবে জলাতঙ্ক সম্পর্কিত সচেতনতামূলক সভা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট