চট্টগ্রাম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগ সফলে একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপও এই জাতিকে দিতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা নগরীতে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে আমীর বলেন, যারা বিভিন্ন সময় মানুষের উপর গুম-খুন-নির্যাতন চালিয়েছে তাদের রাজনীতি করার সুযোগ নেই। বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কত দিনের মধ্যে নির্বাচন হবে সে বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বেশি সময় নেয়া যেমন উচিৎ হবে না, তেমনি আমরাও অতিরিক্ত সময় দিতে পারবো না।

অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট