বিশ্ব পর্যটন দিবস আজ। প্রতিবছরের মতো এবছরও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও যথাযথভাবে দিবসটি উদযাপিত হচ্ছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা নির্ধারিত প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে দেশে এবার পর্যটন দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘পর্যটন শান্তির সোপান’।
এ উপলক্ষে গতকাল সংবাদ সম্মেলন করেন পর্যটন সচিব নাসরীন জাহান। এ সময় তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মসহ পর্যটনশিল্পের নিবিড় এবং টেকসই উন্নয়নে দেশের জনসাধারণকে সম্পৃক্ত করতে পর্যায়ক্রমে ‘পর্যটন সপ্তাহ’ ও ‘পর্যটন মাস’ উদযাপনের উদ্যোগ নেওয়া হবে। সচিব আরও বলেন, দেশের মোট জিডিপির ৩ দশমিক শূন্য ২ শতাংশ পর্যটনশিল্প থেকে আসে। পর্যটনশিল্প বিকাশের সব সম্ভাবনা এ দেশে বিরাজমান।
এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত করতে আরও নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে। এদিকে সারাদেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় স্টেশন রোডের হোটেল সৈকতে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ফরিদা খানম।
পূর্বকোণ/এএইচ