চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে গাড়িচাপায় সিএন্ডএফ কর্মকর্তা ও সিকিউরিটি গার্ড নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপার পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলাধীন মহাসড়কের সোনাইছড়ি পাক্কা মসজিদ কেডিএস লজেষ্ট্রিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএন্ডএফ কর্মকর্তা মো. জসিম উদ্দিন (৩৮) এবং কেডিএস এর সিকিউরিটি গার্ড মো. মিজানুর রহমান (৬০)।

সিএন্ডএফ কর্মকর্তা জসিমের বাড়ি খুলনা জেলায়। তবে তিনি চট্টগ্রামের হালিশহরে বসবাস করেন।

অন্যদিকে, মিজানুর রহমান সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার আম্বিয়া বাড়ির নুরুল আমিন প্রকাশ ভোছনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে সোনাইছড়ি কেডিএস লজেষ্ট্রিকের সামনে মহাসড়ক পার হবার সময় চট্টগ্রামমূখী অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে সিএন্ডএফ কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। এর কিছুক্ষণ পর ডিউটি শেষে বাড়ি ফেরার সময় একইস্থানে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন স্থানীয় বাসিন্দা মো. মিজানুর রহমান। তিনি কেডিএস লজিস্টিকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিজানের স্ত্রী ঝর্না আক্তার।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন ঘোষ বলেন, মহাসড়ক পার হওয়ার সময় এক পথচারী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। একজন মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। তবে অপর একজনের মৃত্যুর কথা শুনলেও ঘটনাস্থলে যাবার আগেই লাশ নিহতের স্বজনরা নিয়ে যাওয়ায় তারা লাশ দেখতে পাননি বলে জানান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট