চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

এনডোর্সমেন্ট না করে দেরহাম নিতে গিয়ে দুই দুবাইযাত্রী আটক

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনডোর্সমেন্ট না করে দেরহাম নেওয়ার পথে দুই দুবাইযাত্রীর কাছ থেকে ১৬ হাজার দেরহাম জব্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও পরে নিয়মনুযায়ী এনডোর্সমেন্ট করিয়ে সোনালী ব্যাংক বিমানবন্দর শাখা থেকে তাদের বৈদেশিক মুদ্রা পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের আন্তর্জাতিক লাগেজ স্ক্রিনিং পয়েন্টে এনডোর্সমেন্ট না করিয়ে বৈদেশিক মুদ্রা নেওয়ার বিষয়টি ধরা পড়ে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, ‘দুবাইগামী দুইজন যাত্রীর লাগেজে ১৬ হাজার দেরহাম পাওয়া যায়। তারা এ দেরহামের তথ্য কোথাও ঘোষণা করেননি। এনডোর্সমেন্ট  করেননি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা পাচারের অভিযোগে তাদের আটক করে সোনালী ব্যাংকের বিমানবন্দর শাখায় এনডোর্সমেন্ট করিয়ে পাঠানো হয়। ৮ হাজার মার্কিন ডলার ব্যাংকে এনডোর্স করার পর তারা দুবাই চলে যান।’

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট