চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ভিন্ন পরিবেশে ১১২ দিন পর শ্রেণিকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৪৭ অপরাহ্ণ

সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে আবার শ্রেণিকক্ষে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘ ১১২ দিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দেওয়ার পর রবিবার (২২ সেপ্টেম্বর) শুরু হয় শ্রেণি কার্যক্রম।

 

এর আগে গত ২ জুন গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার বন্ধ শেষে ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুললেও সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। ৫ জুলাই থেকে কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উভয়পক্ষই দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

 

সেই থেকে বিভিন্ন ঘটনার পরিক্রমায় প্রায় সাড়ে তিন মাস পর ক্লাসে ফিরেলেন ঢাবি শিক্ষার্থীরা। যেসব ডিপার্টমেন্টে পরীক্ষা চলছিল বা রুটিন দেওয়া হয়েছিল, নতুন করে তাদের রুটিন প্রকাশ করা হয়নি এখনও। শিক্ষার্থীদের প্রত্যাশা, দ্রুতই তাদের পরীক্ষার রুটিনগুলো প্রকাশ করা হবে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট