চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আজ বিশ্ব সিএমএল সচেতনতা দিবস

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:১২ অপরাহ্ণ

আজ ২২ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ব সিএমএল সচেতনতা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘চলুন চিকিৎসার সেতু বন্ধন তৈরি করি, চিকিৎসা বিহীন কোন সিএমএল রোগী নয়’।

 

 

২০১১ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব সিএমএল দিবস। সারাদেশের ন্যায় চট্টগ্রামেও দিবসটি পালন করা হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি এবং এ রোগে আক্রান্ত হয়ে সুস্থ থাকা রোগীদের নিয়ে সভার আয়োজন করা হয়েছে। সকাল দশটায় চমেকের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হবে।

 

 

হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় অতিথি থাকবেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন। সভায় সিএমএল নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুল হাসান।

 

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট