চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

টেকনাফে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ থেকে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শাহপরীরদ্বীপ ডাংগাপাড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, চিকিৎসার জন্য আমি গত কয়েকদিন ধরে চট্টগ্রামে। জানতে পেরেছি আমার ওয়ার্ডের ডাংগাপাড়ার বাসিন্দা আবদুল জলিলের শিশু কন্যা তাহমিনা আক্তার (৮) শনিবার ১১টায় নুরানী ছুটির পর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুজির পর রাত ৯টার দিকে বস্তাবন্দী মরদেহ পাওয়া যায়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। ঘাতকদের আটকে পুলিশের তৎপরতা চলছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট