চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে প্রাক্তন উপাচার্যের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য সাবেক উপাচার্য ড. মো. আবু তাহের।          

          

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় সাবেক উপাচার্য তাহের বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

আশা করি, আপনার সুযোগ্য নেতৃত্ব, একাডেমিক প্রজ্ঞা, সুচিন্তিত কর্মপরিকল্পনা ও টিম ম্যানেজমেন্ট এর সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণা-উদ্ভাবন, অবকাঠামোগত উন্নয়ন, একাডেমিয়া শিল্পের সাথে সংযোগ স্থাপন, আন্তর্জাতিক মর্যাদাক্রম, অংশীজনদের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ, সর্বোপরি শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে অনেক দূর এগিয়ে যাবে।

 

প্রসঙ্গত, আজ দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে সাময়িক নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন