চট্টগ্রাম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ছাত্র-জনতার আন্দোলনে যুবকের ওপর হামলা, কথিত যুবলীগ নেতা ধরা

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি কথিত যুবলীগ নেতা মো. সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মো. সাদ্দাম ভোলার চরফ্যাশন থানার মৃত আলী আজমের ছেলে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল-আলম।

তিনি জানান, গত ৪ আগস্ট কোতোয়ালী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন মো. ইব্রাহিম (১৯)। এ সময় কথিত যুবলীগ নেতা অপর্ণাচরণ স্কুলের সামনে ইব্রাহিমকে মারধর করে। এ সময় তার দুই বন্ধু ও আরও কয়েকজন তাকে উদ্ধার করতে এলে তাদেরও মারধর করা হয়। পরে ইব্রাহিমকে আবার মারধর করা হয়। এ ঘটনায় তিনি মো. ইব্রাহিম বাদী হয়ে ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে কথিত যুবলীগ নেতা মো. সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যার চেষ্টায় আরও একটি মামলার রয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট