চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কেনিয়ার স্কুলে ভয়াবহ আগুন, ১৭ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০২৪ | ২:১৯ অপরাহ্ণ

কেনিয়ার মধ্যাঞ্চলে একটি প্রাইমারি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে এই আগুনের সূত্রপাত হয়। শুক্রবার পুলিশ মুখপাত্রের বক্তব্যে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

ওই মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো টেলিফোনে রয়টার্সকে বলেছেন, আগুনে আমরা ইতোমধ্যে ১৭ জন শিক্ষার্থীকে হারিয়েছি। এছাড়া আরও ১৪ জন আহত হয়েছে। ঘটনাস্থলে আমাদের কর্মীরা উপস্থিত আছেন।

 

কেনিয়ায় সাম্প্রতিক বছরে আরও কয়েকটি স্কুলে আগুন লেগেছে। যার অধিকাংশই পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রমাণিত হয়।

 

কেনিয়ার হট নাইন্টি সিক্স এফএম রেডিওতে ওনিয়াঙ্গো বলেছেন, নিয়েরিতে অবস্থিত আগুনের শিকার স্কুল ‘হিলসাইড এনডারাশা একাডেমি’তে আরও উদ্ধারকর্মী প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে।

 

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেছেন, এই মর্মান্তিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

 

সিটিজেন টেলিভিশন তাদের প্রতিবেদনে বলেছে, আগুনে দগ্ধ শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা দুষ্কর হয়ে পড়েছে। কেনিয়ার রেডক্রস এক্স-এ জানিয়েছে, কর্তৃপক্ষ স্কুলটির চারপাশে নিরাপত্তা বেষ্টনী রচনা করেছে।

 

এর আগে ২০১৭ সালে রাজধানী নাইরোবিতে একটি স্কুলে আগুনে প্রাণ হারায় ৯ জন শিক্ষার্থী। ২০১২ সালে দেশটির পশ্চিমাঞ্চলে হোমা বে কাউন্টিতে আগুনে পুড়ে ৮ স্কুল শিক্ষার্থী নিহত হয়। ২০০১ সালে রাজধানীর বাইরে কিয়ানগুলি সেকেন্ডারি স্কুলের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৮ জনের মৃত্যু হয়।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন