দেশের নির্বাচিত সরকারের মেয়াদ তিন বছর করার প্রস্তাব দিয়েছেন প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠকে এই প্রস্তাব করেন তিনি।
সোহরাব হাসান বলেন, আগামী ২০ বছর পর আবার গণঅভ্যুত্থান করতে হবে কিনা। ভারতের এক বন্ধু জানতে চেয়েছে আমরা কেন কয়েক বছর পর পর নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান করতে হয়। আমরা বেশিরভাগ আলোচনা করি নির্বাচনী ব্যবস্থার কারিগরি দিক নিয়ে। কিন্তু আসল রোগটা আমরা ধরতে পারিনি। আমাদের ভিতরে আমরা এখনও গণতান্ত্রিক মানসিকতা তৈরি করতে পারিনি। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয় তাহলে আমাদের আলোচনা নিষ্ফল।
তিনি বলেন, সরকারের মেয়াদ পাঁচ বছর। যা অনেক বেশি। আমি প্রস্তাব করছি সরকারের মেয়াদ হওয়া উচিত তিন বছর। আমি মনে করি সময়টা কমিয়ে আনলে দলগুলোর মধ্যে একটা ভয় থাকবে।
তিনি আরও বলেন, ভোটের অধিকারের জন্য বার বার যেন গণঅভ্যুত্থান না হয়। এটা হোক আমাদের শেষ বিপ্লব।
পূর্বকোণ/মাহমুদ