চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না: উপদেষ্টা

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২৪ | ৭:১৭ অপরাহ্ণ

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের কোনো এজেন্ডা নেই। রাজনৈতিকও না, প্রশাসনিকও না। কারোর প্রতি অনুরাগ বা বিরাগ নেই। তাই ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না।’

 

আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বাজার/ দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

 

ব্যবসায়ী নেতাদের সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা অযৌক্তিক কোনো কিছু চাননি। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা আছে, বন্দরে কিছু সমস্যা আছে, সেটা যদি একটু ক্লিয়ার করা যায়। তারা এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি সেটা নিশ্চিত করা হবে।’

 

ব্যাংকে এলসি খোলায় জটিলতা আছে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এলসি খোলা একদমই কমে যায়নি। কিছু ব্যাংকের সমস্যা আছে-বিদেশের ব্যাংকও যুক্ত আছে। এটার সমাধানে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

 

ডলার সংকটে নিত্যপণ্য আমদানি ব্যাহত হচ্ছেনা জানিয়ে উপদেষ্টা বলেন, নিত্য প্রয়োজনীয় সার, কীটনাশক, জ্বালানি কিংবা খাদ্য কিছুই আটকে থাকছে না। বাংলাদেশ ব্যাংক যেভাবে পারুক ম্যানেজ করছে বলে যোগ করেন তিনি।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট