উল্টো পথে রাস্তায় চালানো গাড়ি আটকে দেয়ায় ট্রাফিক পুলিশের সদস্য সোহরাব হোসেনকে মারধরের ঘটনায় মো. রফিকুল ইসলাম নামের এক চালককে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরীর খুলশী এক নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রাডো পাজেরো জিপের চালককে ঘটনার পরপরই চাকরিচ্যুত করেছে সাউথ ইস্টার্ণ ফুড প্রোডাক্টস লিমিটেড নামক কোম্পানি।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে একটি প্রাডো পাজেরো জিপ খুলশী ১ নম্বর সড়কে উল্টো দিক থেকে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগন্যাল দেয়। তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চালক ওই কনস্টেবলের শার্টের কলার ধরে মুখে ঘুষি মারেন। যার ফলে ওই পুলিশ সদস্যের নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও তার পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে যায়। সেই সাথে মুখমণ্ডলও আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে সেখানে উপস্থিত জনতার সহযোগিতায় চালকসহ গাড়ি আটক করে খুলশী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রাজীব দে-কে বুঝিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্থুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পূর্বকোণ/রাজীব/পারভেজ