চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুদুল ইসলাম। চসিকের প্রতিটি ঠিকাদার বিলের চেক নিতে গেলে হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুদকে দিতে হয় নির্দিষ্ট পরিমাণ ঘুষের টাকা। মাসুদকে খুশি করতে না পারলে সহজে মিলে না চেক। তাই সহজে চেক বুঝে পেতেই ‘ঘুষ’ দিতে হয় হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে। বিলের চেক দেওয়ার সময় ঘুষ নেওয়ার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে। তবে ভিডিওটি কোন সময়ের তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, ঠিকাদারকে বিলের চেক বুঝিয়ে দিচ্ছেন। সামনের জন চেক নিতেই দুইটা ৫ শ টাকা নোট দিলেন। দ্রুত এ টাকা প্যান্টের পকেটে ঢুকালেন। পাশের আরেকজন ঠিকাদারও চেক নিতেই ঘুষের টাকা বুঝিয়ে দিলেন। প্রকাশ্যে বিলের চেক দিতে গিয়ে ঘুষের টাকা নিচ্ছেন চসিকের হিসাব রক্ষক মাসুদুল ইসলাম।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, সোমবার যেহেতু সরকারি ছুটি, মঙ্গলবার অফিস খুললে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। কয়েকজন ঠিকাদার নাম না প্রকাশ শর্তে বলেন, সিটি কর্পোরেশনে হিসাব বিভাগে কাজের বিল তৈরির সময়ও ঘুষ দিতে হয়। আবার বিলের চেক নেওয়ার সময়ও ঘুষ দিতে হয়। এগুলো ‘ওপেন সিক্রেট’। টাকা না দিলে মাসুদুল ইসলাম চেক লুকিয়ে রাখেন বলে অভিযোগও করেন তারা। এসব অভিযোগের বিষয়ে জানতে মাসুদুল ইসলামের মুঠোফোনে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পূর্বকোণ/আরআর/পারভেজ