চট্টগ্রাম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকতে পারে আরও দু’দিন

অনলাইন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৪ | ১২:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আরও দু’দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার ও সোমবার বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এরপর এই অঞ্চলে বৃষ্টিপাত কমতে পারে। রবিবার (২৫ আগস্ট) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কমে গেছে। আগামী ৩ দিন এ অঞ্চলে বৃষ্টিপাত আরও কমতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

 

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, রবিবার ও সোমবার চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

 

এদিকে, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনার কয়রাতে। এ সময় নোয়াখালীতে ৩৩ মিলিমিটার ও কুমিল্লায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট