চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বন্যা কবলিত এলাকার জন্য সুসংবাদ দিল আবহাওয়াবিদ মোস্তফা কামাল

অনলাইন ডেস্ক

২২ আগস্ট, ২০২৪ | ৪:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সুসংবাদ দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। আপাতত চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত বন্ধ হয়েছে। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের উপরেও বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়েছে আপাততভাবে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

 

বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য এই সুসংবাদ জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

 

তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, যদি আজ রাতে খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত না হয় তবে আগামীকাল শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে বন্যার পানি নেমে যাওয়া শুরু করবে। তবে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিমাণ উন্নতির জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ রাত ১০ টার পরে আবারও হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। ফলে এখন থেকে রাত ১০ টার মধ্যে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট